|
---|
নিজস্ব সংবাদদাতা, সাগর: এবার করোনা কাঁটায় বিদ্ধ হল সাগরমেলা, সাগরমেলায় করোনা বিধিনিষেধ জারি করতে হাইকোর্টে মামলা করল এক চিকিৎসক। আগামীকাল সেই মামলার শুনানি রয়েছে কোর্টে। পেশায় চিকিৎসক অভিনন্দন মন্ডল আদালতে আবেদন করেছেন পূণ্যার্থীরা যাতে কোনো ভাবে জলে না নামেন তা নিশ্চিত করতে হবে। সংক্রমণ রোধে প্রায় ৩০ লক্ষ পূণ্যর্থীর ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে তাও জানতে চেয়েছেন তিনি। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ মামলার দিকে তাকিয়ে রয়েছে সকলেই।