বর্ধমান রেলওয়ে স্টেশনের পথশিশুদের পাশে সহজপাঠ এবং শ্রী: সবুজের অভিযান

নিজস্ব সংবাদদাতা : বর্ধমান রেলওয়ে স্টেশনের অবহেলিত ভবঘুরে ফুটপাতবাসী শিশুদেরকে মূল স্রোতে ফেরানোর লক্ষ্য নিয়ে তাদের সাময়িক আনন্দদানের জন্য নাচ, গান ও পড়াশোনার শিখন উপকরণ বিতরণের ব্যবস্থা করা হলো।

    পথশিশুদের পাঠশালা সহজপাঠ- এর উদ্যোগে এবং শ্রী :সবুজের অভিযানের সহযোগিতায় ।

    এই দিন ২রা সেপ্টেম্বর ২০২৩ শনিবার বিকালে বর্ধমান রেলওয়ে স্টেশন এলাকার ৪০ জন পথ শিশুদের হাতে তুলে দেওয়া হল খাতা পেন পেন্সিল এবং টিফিন ।

    পথশিশুদের পাঠশালা সহজপাঠ ২০১৮ সাল থেকে প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে এইসব শিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে।

    কলকাতা নিবাসী রেশমা আলী ও মনসুর আলী ইচ্ছা অনুসারে এই দিন ছোট-ছোট বাচ্চাদের শিক্ষা সামগ্রী, টিফিন বিতরণ এবং নাচ গানের মাধ্যমে একটু আনন্দ করে এইভাবে মেয়ে মায়েশার ১৪তম জন্মদিন পালন করা হল।

    ছোট্ট মায়েশা ও খুব খুশি।সহজপাঠ এর সদস্য সঞ্জয় সাহা এই মানবিক ও মহতি উদ্যোগ কে সাধুবাদ জানান এই অনুষ্ঠানের সাক্ষী হয়ে রইলেন শ্রী: সবুজের অভিযান এবং সহজপাঠ গ্রুপের সদস্যবৃন্দ ও পথ চলতি মানুষ জন।