|
---|
সংবাদদাতা,জামালপুর : সাপে কেটে মৃত র পরিবারকে সরকারি ভাবে সাহায্য করা হলো আজ। জামালপুরের আঝাপুর গ্রামের রঞ্জিতা দাস ও জৌগ্রাম এর শ্রীমতী মান্ডি সাপের কামড়ে মারা যান। আজ তাদের পরিবারের হাতে পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে এক লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয়। তাদের হাতে এই সরকারি সাহায্য তুলে দেন বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান,বিডিও শুভঙ্কর মজুমদার, জয়েন্ট বিডিও অরিন্দম জানা, জেলা পরিষদের কর্মাধক্ষ্য মিঠু মাঝি ও ব্লকের বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক ফাল্গুনী মুখোপাধ্যায়। মানুষের জীবনের বিকল্প টাকা না হলেও এই টাকা, ওই পরিবারগুলি খুবই কাজে দেবে বলে জানান আধিকারিকরা।