|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- সর্বোদয় সংকল্প শিবির নামক এক কর্মসূচি অনুষ্ঠিত হয় বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের হরিসরা গ্রাম পঞ্চায়েতের অমুয়া গ্রামের কমিউনিটি হলে রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ সংগঠনের উদ্যোগে। প্রজেক্টরের মাধ্যমে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয় জেলার ১৯ টি ব্লক এলাকা থেকে আগত ৭০ জন অংশগ্রহণকারী প্রতিনিধিদের সম্মুখে। গ্রামের পিছিয়ে পড়া দলিত শ্রেণীর মানুষের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক উন্নয়ন, জাতি বিভেদ দূরীকরণ এবং কেন্দ্রীয় বরাদ্দ গ্রাম স্তরে পৌঁছানো এবং তার কার্যকরী ভূমিকা নিয়েও এই শিবিরে আলোকপাত করা হয়।
গত ১৬ নভেম্বর দলীয় পতাকা তথা”চরকা” চিহ্ন খচিত পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন সংগঠনের সর্বভারতীয় রাজ্য সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা এই সংগঠনের জেলা কো- অর্ডিনেটর রথীন সেন, সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কুনাল ব্যানার্জি, উড়িষ্যার কো-অর্ডিনেটর তথা প্রশিক্ষক সুদর্শন দাস, জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি মৃণাল বসু, জাতীয় কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি সঞ্জয় অধিকারী প্রমুখ। ১৭ নভেম্বর সকালে এলাকায় সাফাই অভিযান এবং রাতে দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। দুদিনের এই শিবিরে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর স্বপ্ন পূরণে আগামী পরিকল্পনা এবং আদর্শ গ্রাম গঠনে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ করার শপথ নেওয়া হয় বলে সংগঠন সূত্রে জানা যায়।