উচ্চস্বরে মাইক বাজানোর অভিযোগে সাউন্ড সিষ্টেম আটক খয়রাশোল থানায়

সেখ রিয়াজুদ্দিন, খয়রাশোল :

    শুক্রবার অধিক রাত পর্যন্ত উচ্চস্বরে মাইক বাজানোর অভিযোগ ওঠে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে। অভিযোগকারীদের দাবি খয়রাসোল থানার পাঁচড়া গ্রাম পঞ্চায়েতের নাবরশোল গ্রামে অধিক রাত পর্যন্ত উচ্চস্বরে মাইক বাজানো হচ্ছে।উল্লেখ্য ইতিপূর্বে খয়রাশোল থানার পুলিশ বারবার তাদেরকে সতর্ক করছিলেন, এমনকি থানায় পূজা কমিটি সহ সাউন্ড সিস্টেম ব্যাবসায়ীদের নিয়ে মিটিং করা হয়।সেখানে বিশেষ করে ডিজে এবং উচ্চস্বরে মাইক বাজানোর উপর কঠোর ভাবে বিধি নিষেধ আরোপ করেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও অসুস্থ ব্যাক্তিদের কথা চিন্তা ভাবনা করে।কিন্তু সেসমস্ত কথায় কর্ণপাত না করে উচ্চস্বরে মাইক বাজানোর অপরাধে সেই সাউন্ড সিস্টেমকে আটক করে নিয়ে আসেন খয়রাশোল থানার পুলিশ। জানা যায় উক্ত থানা এলাকায় ভাড়া না পেয়ে অন্য এলাকা থেকে সাউন্ড সিস্টেম আনা হয়েছিল। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই খয়রাশোল থানার পুলিশের এরূপ অভিযান বলে জানা যায়।