|
---|
নিজস্ব প্রতিবেদক:- খেলতে গিয়ে আর বাড়ি ফেরা হল না দুই শিশু কন্যার। জলে ডুবে মৃত্যু হল তাদের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বহরমপুরের বাসুদেব খালি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বহরমপুরের বাসুদেব খালি এলাকায় বুধবার সকালে বাড়ি থেকে খেলতে বেড়িয়ে হঠাৎই নিখোঁজ হয়ে যায় বছর আটের তানিয়া খাতুন ও দশ বছর বয়সী ইয়াসমিন খাতুন।অনেক খোঁজা খুঁজির পরেও তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। এর কিছুক্ষণ পরেই বাড়ির পাশের পুকুরে দুজনের দেহ ভাসতে দেখা যায়। তড়িঘড়ি তাদের দুজনকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা শিশু দুটিকে মৃত বলে ঘোষণা করেন। বহরমপুর থানার পুলিশ শিশু দুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।স্থানীয় বাসিন্দা হাসিরুল সেখ জানান, আজ সকালে খেলা করার সময় পুকুরের জলে ডুবে যায় পাশাপাশি বাড়ির দুটি শিশু। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা ইয়াসমিন ও তানিয়াকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ইয়াসমিন খাতুনের মা তাজমিরা বিবি জানান, আজকে মেয়ে স্কুলে যায় নি। সকালে খেলা করছিল পাশের বাড়ির তানিয়ার সাথে। তারপরেই এই ঘটনা। তবে পুকুর গভীর থাকার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করেছেন তারা।গ্রামের বাসিন্দারা জানান, গত দুই বছর আগে পুকুরের ঘনন করা হয়। তারপরেই পুকুরের গভীরতা বেড়ে যায়। আজকে খেলা করার সময় অসাবধনা বসত পুকুরে ধারে চলে গেলে হয়তো পুকুরে ডুবে যায় শিশু দুটি। পরে ভাসতে দেখে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করে। বহরমপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, “বুধবার সকালে দুই শিশু কন্যার জলে ডুবে মৃত্যু হয় বলে আমরা জানতে পারি। ময়না তদন্তের রিপোর্টের পরই বোঝা যাবে কী ভাবে এই মৃত্যু ঘটেছে।” ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন