|
---|
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম: সমাজের প্রতি সকল স্তরের মানুষের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। বিভিন্ন সময়ে, বিভিন্ন উৎসব অনুষ্ঠান সহ ব্যাক্তিগত ভাবে ও অনেকেই সমাজসেবামূলক কাজ করে থাকেন।একটা কথা আছে “আপনি আচরি ধর্ম, অপরে শেখাও”- নিজে না আচরিলে অপরে শেখানো না যায়। উক্ত প্রবাদ বাক্যটির যে মূল্য রয়েছে তা দেখালেন লোকপুর থানার পুলিশ।
এদিন শুক্রবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং লোকপুর থানার ব্যবস্থাপনায় লোকপুর থেকে খয়রাশোল পাকা রাস্তায় স্থানীয় থানার সন্নিকটে রাস্তার উপর বালি জমে থাকায় মোটরসাইকেল বা অন্যান্য দুচাকার গাড়ির দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যাচ্ছিল। যদিও কোনো দুর্ঘটনা ঘটেনি তবে দিনের দিন সেই জায়গাটি বিপদের আশঙ্কা বাড়িয়ে তুলছিল।দূর্ঘটনা প্রবন জায়গাটি লোকপুর থানার ও সি সিদ্ধার্থ শঙ্কর মন্ডলের নজরে আসতেই শুক্রবার স্থানীয় থানার পুলিশ সহ সিভিক ভলান্টিয়ারদের নিয়ে পাকা রাস্তার উপর জমে থাকা বালি ময়লা পরিস্কার করার উদ্যোগ গ্রহণ করেন। সেইমতো থানার পুলিশ কর্মীরাও বেলচা হাতে বালি পরিস্কার করার জন্য ঝাঁপিয়ে পড়েন।লোকপুর থানা পুলিশের এহেন কর্মকাণ্ডে পথচলতি মানুষজন এরূপ উদ্যোগকে সাধুবাদ জানান।