সত্যাগ্রহ আন্দোলনের কর্মসূচি অসাংবিধানিক CAA এর বিরুদ্ধে প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের

জাকির হোসেন, সরবেড়িয়া, নতুন গতি : উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের জেলা নেতৃত্ব নিয়ে এক বিশেষ বৈঠক হয়। বর্তমানে ব্লক ও জেলার বিভিন্ন সমস্যা গুলি নিয়ে আলোচিত হয়। বিশেষ করে সাম্প্রতিক কালে দেশে কেন্দ্রীয় সরকার যে সংবিধান কে অবমাননা করে CAA চালু করতে চাইছে। যার বিরুদ্ধে গোটা দেশ উত্তাল ,মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে উঠেছে। সংগঠনের রাজ্য সভাপতি সিয়ামত আলি বলেন দেশে যে পরিমাণে হিংসা অসহিষ্ণুতা ও অসাংবিধানিক কার্যক্রম যেভাবে বেড়ে চলেছে তার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে সত্যাগ্রহ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সমাজের সকল স্তরের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই সি এ এ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদিনে জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত হয়। উত্তর ২৪ পরগনা জেলার নতুন সভাপতি হিসাবে মনোনীত করা হয় মাওলানা আবুল কালাম কে। তিনি বলেন এই আন্দোলন ব্লক তথা পঞ্চায়েত বুথ স্তর পর্যন্ত ছড়িয়ে দিতে হবে। রাজ্য সরকার দেরিতে হলেও বিধানসভায় সি এ এ এর বিরুদ্ধে প্রস্তাব পাশ করানোর জন্য সংগঠনের তরফ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ অভিনন্দন জানানো হয়। এ দিনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পি ওয়াই এফ এর রাজ্য কোষাধক্ষ্য কাজী তৈয়েবুললা, জেলা সম্পাদক আজান আলি, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, সহ-সভাপতি সৌরভ লাহিড়ী, সহ-সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাইফুল মোল্লা প্রমুখ।