স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির বালিয়াতে

রহমতুল্লাহ, সাগরদিঘী : ২৭ শে ফেব্রুয়ারি রবিবার মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীর বালিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, সাগরদিঘী তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট এবং বালিয়া নেতাজী সংঘের যৌথ উদ্যোগে। এদিন শিবিরের সভাপতির আসন অলংকৃত করেন বালিয়া নেতাজী সংঘের সম্পাদক স্বদেশ রঞ্জন দাস, বিশেষ অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন সাগরদিঘী এস. এন.উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তমিজউদ্দিন মল্লিক, বিশিষ্ট নাট্যকার রবীন দত্ত, বিশিষ্ট শিল্পপতি মইমুল হক, ডাঃ দেবজ্যোতি রয়, ডাঃ সুদীপ্ত কুমার দাস, ডা: প্রভঞ্জন দত্ত, লটন ঘোষ, সুমন্ত দাস, প্ৰমুখ।এদিন শিবিরের মোট ৩৬ জন রক্ত যোদ্ধা রক্ত দানে এগিয়ে আসেন, তাদের মধ্যে একজন মেয়ে রক্ত দানে এগিয়ে আসেন।এদিন তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট এর সভাপতি ইফতিকার আলম বলেন প্রাকৃতিক দুর্যোগের কারণে রক্তদাতারা অনেকেই আসতে পারেনি সুতরাং স্থানীয়রায় এগিয়ে এসেছে রক্ত দানে বাইরের রক্ত দাতা অনেক কম আমরা যতটা ভেবেছিলাম ততটা আসেনি। কিন্তু চক্ষু পরীক্ষা শিবির এর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন সবুজ বার্তা সংবাদ পত্রিকার সম্পাদক রহমতুল্লাহ।