সেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশনে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ের কোচিং উদ্বোধন এস ডি ও কৃষ্ণেন্দু মন্ডলের

এম এস ইসলাম ,বর্ধমান : শিক্ষায় একটা পিছিয়ে পড়া জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে ও সাধারণ ছেলেদের আধুনিক উন্নত ও আধুনিক শিক্ষার ব্যবস্থা করে গোটা রাজ্যে পথ দেখাচ্ছে সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশন। ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক ও চাকুরিজীবীর সঙ্গে সঙ্গে ভালো মানুষ কি করে মিশন থেকে তৈরি হবে তার প্রশিক্ষণ শুরু করেছে । নৈতিক শিক্ষার জন্য ইসলামি তালিম ব্যবস্থা করেছে ।মিশনের সম্পাদক হাজি কুতুবুদ্দিন সাহেব বলেন আমরা চাই ঈমানদার ডাক্তার যারা শুধু পয়সার জন্য চিকিৎসা করবেনা অসহায়দের পাশে থাকবে ,ইমানদার ইঞ্জিনিয়ার যারা ঘুষ নেবেনা ,ঈমানদার চাকুরীজীবি ও ঈমানদার ব্যবসায়ী তৈরী করতে যারা ফাঁকি দেবেনা । সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশনের উদ্যোগে শুরু হল ছাত্রদের মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং এ কোচিং। ওর সঙ্গে উচ্চ মাধ্যমিকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হওয়া ছাত্রদের ওই মঞ্চে সংবর্ধনা দেয়া হয়। প্রতিটি অতিথিকে উত্তরীয় , মোমেন্ট ও একটি গাছের চারা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সদর দক্ষিণ মহকুমা শাসক কৃষ্ণেন্দু মন্ডল, বিশিষ্ট সাহিত্যিক ডঃ রমজান আলি, সি আই সি সুব্রত ঘোষ ,ও সি খন্ডঘোষ সুব্রত বেরা সহ অনেক বিশিষ্ট অতিথিরা। সেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশন খুব সাধারণ মানের ছেলেদেরকে নিয়ে উন্নত আধুনিক কোচিং করিয়ে তাদেরকে উচ্চ শিক্ষার বৃত্তে পৌঁছে দিচ্ছে। এখানকার ছেলেরা বিভিন্ন মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করছে। আগামি দিনে আরো ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক চাকুরীজীবী পেতে কোচিং এর ব্যবস্থা বলে মিশনের তরফ থেকে জানানো হয়েছে।অনুষ্ঠানে উদ্বোধক সদর দক্ষিণ মহকুমা শাসক কৃষ্ণেন্দু মন্ডল বলেন আধুনিক শিক্ষা অর্জন করতে হবে তার সঙ্গে ভালো মানুষও হতে হবে ।দেশের দশের কথা ভাবতে হবে ।সেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশনের উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন ।এস ডি ও কৃষ্ণেন্দু মন্ডল কি ভাবে পরাশুনো করতে হবে তাও ছাত্রদের বুঝিয়ে দিলেন বক্তব্যের মাধ্যমে ।সি আই সুব্রত ঘোষ ছেলেদের প্রতিভা খুঁজে সেই বিষয়ে লাগানোর কথা বলেন ।সাহিত্যিক রমজান আলি ছাত্রদের উন্নত ও আধুনিক শিক্ষার সঙ্গে ভালো মানুষ হওয়ার আহব্বান জানান।ও সি খণ্ডঘোষ মিশনের কর্মকান্ডের ভুয়সী প্রশংসা করেন । মিশনের পক্ষে সভাপতি হাজি বদরুল আলম , ভারপ্রাপ্ত সম্পাদক মোল্লা সফিকুল ইসলাম , প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম ও হাজি মৌলানা আসরফ আলি উপস্থিত ছিলেন ।