কুস্তিগীর সাক্ষী মালিকদের নিগ্রহের প্রতিবাদ এ পি ডি আর এর

লুতুব আলি, ১ জুন : ভারতের গর্ব কুস্তিগীরদের ওপর দিল্লির যন্তর মন্তরে পুলিশি নিগ্রহের প্রতিবাদ জানালো এপিডিআর। দিল্লিতে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের দিনে পুলিশ নারকীয় বর্বর নিগ্রহের অভিযোগ আনল এপিডিআর। কুস্তিগীর সাক্ষী মালিক সহ সঙ্গীতা ফোগোট, বিনেশ ফোগোট, বজরং পুনিয়াদের ওপর এই নিগ্রহের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো ডায়মন্ড হারবার, বোলপুর শান্তিনিকেতন, কৃষ্ণনগরের। সংগঠনের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক আলতাব আহমেদ, ডায়মন্ড হারবার শাখার সম্পাদক শাহানারা খাতুন, সভাপতি বরুণ ঘড়ুই প্রমুখরা এই ঘটনার জন্য নিন্দা করেন। এপিডিআর এর পক্ষ থেকে অভিযোগ করা হয় : ভারতবর্ষের গর্ব কুস্তিগীর সাক্ষী মালিকসহ আরো অন্যান্যদের ওপর দিল্লী পুলিশ যে বর্বর নিগ্রহ চালালো তা নিন্দার ভাষা নাই। আর ও অভিযোগ : ব্রিজ ভূষণ শরণ সিংহ একজন সাংসদ ও ডব্লিউ এফ আই এর সভাপতি হয়ে মহিলা খেলোয়াড়দের ওপর যে যৌন হেনস্থা চালিয়েছেন তা ভাষায় প্রকাশ করা যায় না। একজন অভিযুক্ত সাংসদ নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়ায় সংসদ কলুষিত হলো। দিল্লী পুলিশ ও কেন্দ্রীয় সরকার এই অভিযুক্ত সাংসদ বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় উস্মা প্রকাশ করা হয়। গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি এপিডিআর এর দাবি : অবিলম্বে ব্রীজ ভূষণ শরণ সিংহ কে গ্রেপ্তার করে তার সাংসদ পদ বাতিল করতে হবে। W F I থেকে ব্রিজ ভূষণ শরণ সিংহ কে অপসারণ করতে হবে। জাতীয় খেলোয়ারদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি নিপীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে।