রাজ্য খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যেগে বাঁকুড়াতে আয়োজিত স্বনির্ভরতা শিবির

বিধান ধুয়া, বাঁকুড়া: বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের জঙ্গলমহলের গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতা ও বিকল্প আয়ের সন্ধান দিতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ । বনজ সম্পদ হিসেবে এই এলাকায় শাল পাতা যথেষ্ট সহজলভ্য। তাই পর্ষদের পক্ষ থেকে এখানকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যদের শালপাতার থালা-বাটি তৈরীর প্রশিক্ষণ ও মেশিন তুলে দেওয়া হচ্ছে।

    বাঁকুড়া জেলা মূলত কৃষি কাজের উপর নির্ভরশীল। চাষাবাদের কাজের সঙ্গে যুক্ত মহিলারা বছরের অধিকাংশ সময় বাড়িতে বসে থাকতেন। হাতে কোন কাজ ছিল না। তাই বনজ সম্পদকে কাজে লাগিয়ে এঁদেরকে বিকল্প আয়ের সন্ধান দিয়ে স্বাবলম্বী করতে সরকারের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে পরিবেশ বান্ধব এই শাল পাতার থালা ব্যবহার করার ফলে পরিবেশ দূষণও অনেকাংশে কম হচ্ছে। প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে। সেখানেই হাতে কলমে এই কাজের প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। এই প্রশিক্ষণ ও প্রয়োজনীয় মেশিন পাওয়ার ফলে কয়েক হাজার মহিলা আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। সেলাই থালা পাতা প্রশিক্ষণের অাজ শেষ হলো ।

    সকল প্রশিক্ষিত স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যদের হাতে শংসাপত্র তুলেদেন বড়জোড়া ব্লক তৃনমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ও পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয় কালিদাস মুখোপাধ্যায় মহাশয়,সহ বড়জোড়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় ভাস্কর রায় মহাশয়,এছাড়াও অনান্য বিশিষ্ট আধিকারিকও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।