|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ঝড়ের দাপটে শহরের বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে গাছ। তার জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে কলকাতা। ঝড়ের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে কলকাতা-সহ জেলায়।
মরশুমের প্রথম ঝড়ের তাণ্ডবের শিকার কলকাতা-সহ রাজ্য। সোমবার ভোররাতে ঘণ্টায় ৫৬ কিমি বেগে ঝোড়া হাওয়া বইতে থাকে। তার জেরে এক ধাক্কায় তাপমাত্রার পারদ ৩ ডিগ্রি কমেছে বলে হাওয়া অফিস জানিয়েছে। এই দিন ভোর চারটে নাগাদ ৫৬ কিমি বেগে তুমুল ঝড় আসে। আধ ঘন্টায় মধ্যে জোড়া কালবৈশাখী আসে শহর কলকাতায়।
ঝড়ের প্রভাবে কলকাতা ও বিধাননগরের বিভিন্ন রাস্তায় ভেঙে পড়েছে গাছের ডাল। কোথাও উপড়ে পড়েছে গাছ। বিদ্যুতের তার ও গাছের ভাঙা ডাল জড়িয়ে বেশ কয়েকটি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। দক্ষিণ কলকাতা ও বিধাননগরের বিভিন্ন রাস্তায় গাছ পড়ে রয়েছে। তবে পুরসভার আধিকারিকদের কাছে ওইসব গাছের ডাল সরিয়ে রাস্তা সাফ করার নির্দেশ পৌঁছে গিয়েছে।
সোমবার সকাল থেকে কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে, আকাশ মেঘলা। এ দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুনলায় ৩ ডিগ্রি কম। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাতে এই ঝড় হয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর। আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।