|
---|
এ.এস.এম মিনহাজুল, নতুন গতি ডেস্ক:
২০১৪ সালে আমেরিকার মিস হুপা ভ্যালি সৌন্দর্য্য প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন উত্তর ক্যালিফোর্নিয়ার কাইলা ম্যুরিয়েল ব্রাউন।যার বিরুদ্ধে এক কিশোরের সঙ্গে যৌন হেনস্থা করার অভিযোগ আসে এবং সুপ্রিম কোর্টে কেস ফাইল হয়।
অভিযোগ আসে এই সুন্দরী ১৬ বছরের এক কিশোর এর মোবাইলে যৌন উত্তেজনামূলক ভিডিও ও ছবি পাঠাতে থাকেন।কিশোরের সঙ্গে তিনি বেশ কয়েকবার দেখাও করেন।তার বিরুদ্ধে জোরপূর্বক যৌন মিলনের অভিযোগ ও আসে।
সুপ্রিম কোর্টের বিচারপতি জন ফিনি তাকে ১২০ দিনের কারাদন্ড সাজা ঘোষণা করেন।