শাহিনবাগ অঞ্চলের নির্বাচনী কেন্দ্র বিপুল ভোটে জয়ী হলেন আম আদমি পার্টির প্রার্থী আমানতুল্লা খান।

শাহিনবাগ অঞ্চলের নির্বাচনী কেন্দ্র বিপুল ভোটে জয়ী হলেন আম আদমি পার্টির প্রার্থী আমানতুল্লা খান।

    নতুন গতি ওয়েব ডেস্ক: শাহিনবাগের আম আদমি পার্টি পার্থী বিজেপিকে হারিয়ে জয় ছিনিয়ে নিলেন। ৪৯,০৪৩ ভোটে তিনি পরাজিত করলেন বিজেপি প্রার্থী ব্রহ্ম সিংকে। গত প্রায় দু’মাস ধরে দক্ষিণ দিল্লির শাহিনবাগ অঞ্চলে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় অবস্থান বিক্ষোভ চলছে। স্বভাবতই দেশজুড়ে মানুষের কৌতূহল ছিলো এই কেন্দ্রের ফলাফল নিয়ে।
    ২০১৫ সালের নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন আপ প্রার্থী আমানতুল্লা খান। তিনি বিজেপি প্রার্থী ব্রহ্ম সিংকে হারিয়েছিলেন ৬৪,৫৩২ ভোটে। ২০১৩ সালে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন কংগ্রেসের আসিফ মহম্মদ খান।

    নির্বাচন কমিশনের তথ্য অনুসারে ওখালা কেন্দ্রে আপ প্রার্থী আমানতুল্লা খান পেয়েছেন ৫৭,৯৭৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির ব্রহ্ম সিং পেয়েছেন ৮৯৩৪ ভোট। কংগ্রেসের পারভেজ হাসমি পেয়েছেন ২০২৮ ভোট। এই কেন্দ্রে মোট প্রার্থী ছিলেন ১৬ জন। এই কেন্দ্রে নোটায় ভোট পড়েছে ২০৫। মোট প্রদত্ত ভোটের ৮৩.০৬ শতাংশ ভোট পেয়েছেন আপ প্রার্থী। অন্যদিকে বিজেপি প্রার্থী পেয়েছেন মোট প্রদত্ত ভোটের ১২.০৮ শতাংশ।