|
---|
দেবজিৎ মুখার্জি: ‘বিরোধী জোটের নাম হোক ভারত’ এবার নতুন নাম প্রস্তাব করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি বলেন, “আমাদের জোটের নাম পালটে ভারত করে দিতেই পারি। আমাদের জোটের নাম হবে “Alliance for Betterment, Harmony And Responsible Advancement for Tomorrow”, যার আদ্যাক্ষর মিলিয়ে তৈরি হবে ভারত। তাহলে হয়তো নাম বদলের এই আজব খেলা বন্ধ করবে ক্ষমতাসীন দল।”