|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: মেদিনীপুর শহরের স্বনামধন্য নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান শেষাদ্রী ডান্স একাডেমীর উদ্যোগে সোমবার বিকেলে শহরের গণপতি নগরে (পালবাড়ি) অবস্থিত প্রয়াত গণপতি বসু’র বাগান বাড়িতে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব।এই বর্ণময় নৃত্যানুষ্ঠানে সংস্থার প্রায় ষাট জন শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানানোর পাশাপাশি গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন প্রতিষ্ঠানের কর্ণাধার বিশিষ্ট নৃত্যশিল্পী শেষাদ্রী মিশ্র।
বসন্তকে স্বাগত জানিয়ে বিভিন্ন নৃত্য উপস্থাপনের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয় সংস্থার শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক-আভিভাবিকারা এবং সংস্থার শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।