|
---|
মেদিনীপুর: সংকল্প ফাউন্ডেশন আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বিদ্যাসাগর বিদ্যাপীঠের সভাগৃহে। বিদ্যালয়ে অবস্থিত মনীষীদের মূর্তিতে মাল্যদান এবং গাছে জল দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি, সমাজসেবী পার্থ মন্ডল, বিশিষ্ট উদ্যোগপতি আনন্দগোপাল মাইতি, প্রধান শিক্ষক অরূপ ভূঁইয়া, বর্ষীয়ান বাচিক শিল্পী অমিয় পাল, সমাজকর্মী অসীম ধর , এ ডি বর্মন, সঙ্গীতা সিনহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ছিলেন প্রতিযোগিতার বিভিন বিভাগের বিচারকরা।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২৫০ জন প্রতিযোগীর মধ্যে বিজয়ী ৬০ জনের হাতে শংসাপত্র ও স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি ১৯০ জন অংশগ্রহণকারী প্রতিযোগীদের হাতে শংসাপত্র ও সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হলো। স্বাগত ভাষণ দেন সংগঠনের সম্পাদিকা পারমিতা সাউ । সভাপতিত্ব করেন সংগঠনের ডিরেক্টর ডঃ শান্তনু পান্ডা ।অতিথিরা সকলেই সংকল্প ফাউন্ডেশনের বহু কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। প্রতিযোগীদের মধ্যে যারা বিভিন্ন বিভাগে স্থান পেয়েছে তারা তাদের সেরা প্রতিভা এই মঞ্চে তুলে ধরেছে। এই প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ ছিল সর্বাসাধারনের জন্য উপস্থিত হয়ে স্ব-রচিত কবিতা রচনা এবং স্পেশাল চাইল্ড দের অঙ্কন প্রতিযোগিতা।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রত্না দে ।ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন গোপাল সাহা, পিন্টু সাউ,প্রতিমা রানা, মুনমুন ঘোষ,শোভানা পারভীন, দীপেশ দে, নরোত্তম দে, অরিত্র দাস সহ অন্যান্যরা।