হল অফ ফেম ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড ২০২৩ ও চতুর্থ এওটি কাপ ওপেন ইন্টারন্যাশানাল তাইকুন্ডু প্রতিযোগিতা ২০২৩

কৌশিক ঘোষ, কলকাতা: কলকাতার অর্চিড এরিনাতে দুদিন ব্যাপী চতুর্থ এওটি কাপ ওপেন ইন্টারন্যাশানাল তাইকুন্ডু প্রতিযোগিতা ও হল অফ ফ্রেম ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যওয়ার্ড -২০২৩ অনুষ্ঠিত হলো। মার্শাল আর্টস অথোরিটি অফ ইন্ডিয়ার উদ্যোগে স্পোর্টস অ্যসোশিয়েসান অফ ইন্ডিয়ার তত্বোবোধনে অয়োজিত এই তাইকুন্ডু প্রতিয়োগিতায় ভারত,নেপাল,ঘানা থেকে প্রায় সাতশোর মতো প্রতিযোগি এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে। প্রতিযোগিতার মুখ্য আকর্ষন ছিল ক্যারাটে মাস্টারদের হল অফ ফেম ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যওয়ার্ড প্রদান। এবছর প্রায় কুড়ি জন মতো বাছাই করা ক্যারাটে তাইকুন্ডু মাস্টারদের এই পুরস্কার বিতরণ করা হলো। উজ্বল প্রতিভা হিসাবে সেনসি রাহুল সাহা, সিহান সুবির বাগচী প্রমুখ উল্লেখ যোগ্য ক্যারাটে মাস্টাররা এই পুরস্কার পেলেন। অভিনেতা রজত গাঙ্গুলী ক্যারাটে মাস্টারদের হাতে এই পুরস্কার তুলে দিলেন।

    হল অফ ফেম পুরস্কার পেয়ে রেনসি রাহুল সাহা জানান তিনি অত্যন্ত গর্বিত, আগামী দিনে ক্যারাটের মতো মার্শাল আর্ট কে তিনি আরো এগিয়ে নিয়ে যাবেন। একটি নামী জাপানী ক্যারাটে স্কলারের রাজ্য সভাপতি পঞ্চম ডান ব্ল্যাক বেল্ট এই রেনসি রাহুল সাহা। দীর্ঘ দশ বছরের ও বেশি সময় ধরে তিনি ছেলে মেয়েদের ক্যারাটে প্রশিক্ষণ দিয়ে আসছেন। তিনি বলেন বর্তমান যুগে ছেলে মেয়ে উভয়কেই ক্যারাটে শেখা খুবই দরকার। সিহান সুবির বাগচী ও জানান এই পুরস্কার লাভ তাকে আগামী দিনে আরো বড় সাফল্য এনে দেবে ও অগ্রগতির পথ দেখাবে। অভিনেতা রজত গাঙ্গুলী ও এই প্রতিযোগিতাও ক্যারাটে মাস্টারদের এই সাফল্য কামনা ও উত্তোরোত্তর শ্রীবৃদ্ধির কথা জানান। অন্যান্য জেলার তুলনায় উওরবঙ্গের ছেলে মেয়েরা এই প্রতিযোগিতায় বিশেষ সাফল্য লাভ করে সবার নজর কেড়েছে।