পৌরসভা নির্বাচনের আগে পশ্চিম বর্ধমানের মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, আসানসোল: ২০২২ এর শুরুতেই রাজ্যজুড়ে পৌরসভাগুলো ভোট, তার আগে শাখা সংগঠনগুলি ঘর গুছিয়ে নিলো পশ্চিম বর্ধমানে। তৃনমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য অশোক রুদ্রের উপস্থিতিতে আজ পশ্চিম বর্ধমান জেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রাজীব মুখার্জি, সংগঠনের রাজ্য সভাপতি দিবেন্দ্যু মুখার্জির অনুমতিক্রমে জেলা কমিটির ঘোষণা করেন।

    অন্যদিকে প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি হিমাদ্রি শেখর পাত্রের নেতৃত্বে সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্র সহ সৌম্যদীপ ঘোষ,অভিজিত দে প্রমুখের উপস্থিতিতে জেলার পদাধিকারী ও চক্র নেতৃত্ব কে নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় বার্ণপুরের সংগঠনের অফিসে।

    সভার পর সংগঠনের রাজ্য সভাপতি ও তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য অশোক রুদ্র জানান,মমতা ব্যানার্জীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে ও আসন্ন পৌরভোটে রাজ্যজুড়ে অভিষেক ব্যানার্জীর হাত শক্ত করার জন্য শিক্ষক সংগঠনের ভূমিকা কি হওয়া উচিত এ নিয়ে পূর্নাঙ্গ আলোচনা হলো ও ভবিষ্যতেও পশ্চিমবঙ্গের সর্বত্র জেলা ও চক্র কমিটি গুলোকে নিয়ে এইভাবে আলোচনা করা হবে।