ইসলাহি মুয়াশারা সমাজ সংস্কারমূলক সমাবেশে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি, বীরভূমে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত সাহাপুর গ্রামে সদাইপুর থানা জমিয়্তে উলামায়ে হিন্দের পরিচালনায় ইসলাহি মুয়াশারা সমাজ সংস্কারমূলক এক ধর্মীয় সমাবেশের আয়োজন করা হয় বৃহস্পতিবার রাত্রে।

    উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরি সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সহ সভাপতি মৌলানা আবুল কাসেম, বীরভূম জেলার সভাপতি মৌলানা আনিসুর রহমান, সহ সভাপতি মৌলানা আবদুর রহমান, সম্পাদক ফজ্লুল হক, সদাইপুর শাখার সম্পাদক মৌলানা এজাজুল হক সহ আরো অনেকে। এদিন তিনি জানান, ইসলাহি মুয়াশারা কথার অর্থ হচ্ছে সমাজের মধ্যে কিছু সংস্কার দরকার। যেমন, বিবাহের মধ্যে পণ প্রথা নিয়ে অনেক গণ্ডগোল সৃষ্টি হয়,এমনকী মেয়ে পক্ষ আক্রান্তও হন। আমরা বলব সেই বিবাহ যদি একটু সহজ সরল করা যায় তাহলে এই সমস্যাটা সমাজের মধ্যে হয় না। পাশাপাশি তিনি আরো বলেন, মুসলমানদের মধ্যে আমরা ঐক্য সাধন চাইছি। তাছাড়াও জমিয়তে উলামায়ে হিন্দের মূল লক্ষ্য হল, ভারতবর্ষের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং দেশের সংবিধানকে খুব মজবুতির সাথে ধরে রাখা।

    বিজেপি প্রসঙ্গে বলেন, তাঁরা দেশের সংবিধান মানতে চাই না, সম্প্রীতি মানতে চাই না। সদ্য বিধানসভা নির্বাচনে চারটি জায়গায় তারা জিতেছে ঠিকই কিন্তু কতটা পরিষ্কার ভোট হয়েছে তা আমার জানা নেই। এমনকী উত্তর প্রদেশে গাড়ী করে ইভিএম ছিনতাই করে নিয়ে গেছে তারা। যাঁরা ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করেন, ভারতবর্ষের জাতীয় সংহতির প্রতি আস্থা আছে সেই সমস্ত বাংলার বা দেশের মানুষকে বলব এককাট্টা হতে।