শিক্ষার সার্বিক উন্নয়নই তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য : ফারহাদ

বিশেষ প্রতিবেদন, বহরমপুর : সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস দল অনুমোদিত একমাত্র মাদ্রাসা শিক্ষক সংগঠন হিসেবে পুরো রাজ্য জুড়ে শিক্ষার মানোন্নয়নে যথোপযুক্ত কাজ করে যাওয়ার নজির বিভিন্ন সময়ে দলের উচ্চ নেতৃবৃন্দের কাছে থেকে শোনা যায়।পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা তথা বর্তমান দলীয় কোঅর্ডিনেটর ও রাজ্যের মন্ত্রী জনাব ফিরহাদ হাকিমের নির্দেশ মতো সংগঠনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ      এ কে এম ফারহাদে’র নেতৃত্বে সংগঠনের শিক্ষক শিক্ষিকা প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে করোনা অতিমারিতে যেভাবে মানুষের জন্য কাজ করে তা শিক্ষক মহলে আলোড়ন সৃষ্টি করেছে।পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি অত্যন্ত জনপ্রিয় মানুষ এ কে এম ফারহাদ সাহেবের উপস্থিতিতে মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুরের জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। শতাধিক শিক্ষকের সামনে দৃঢ় কন্ঠে সভাপতি ফারহাদ জানায় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই সংগঠনটি তিলে তিলে মহীরুহে পরিনত হয়েছে। কোন মতে কর্ম ক্রিয়াকে থামিয়ে রাখতে পারবে না। সভাপতি জানায় দলীয় সর্বচ্চো নেত্রী মমতা ব্যানার্জি ও দলীয় কোঅর্ডিনেটর ববি হাকিমের অনুপ্রেরণায় মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে সরকারের মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্দেশ্যে তিনি বলেন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই সংগঠনটিকে আরও শক্তিশালী করে মূল দলকে সমৃদ্ধ করতে হবে। উক্ত জেলা কমিটির সংগঠক ও শিক্ষক দেবতোষ বিশ্বাস বলেন মুর্শিদাবাদ জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে শিক্ষার সম্প্রসারণে মাদ্রাসার ভুমিকা অপরিসীম তাই এই ব্যবস্থাকে আর শক্তিশালী করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ কর্মী হিসেবে ফারহাদ সাহেবের নেতৃত্বে উন্নয়নের লড়াই জারি থাকবে। সাংগঠনিক আলোচনায় উপস্থিত থেকে মুর্শিদাবাদ জেলা কমিটির সিনিয়র কর্মকর্তা *আনসার আলী বলেন ফারহাদ সাহেবের নেতৃত্বে পুরো রাজ্যজুড়ে যেভাবে কাজ চলছে তা এখানে আরও শক্তিশালী ভাবে চলতে থাকবে, আলোচনায় জেলা নেতৃত্ব দিলীপ সিংহ রায়, অশোক দাস, সুবোধ দাস, নবকুমার পাল, অপূর্ব দত্ত, মানিক ভট্টাচার্য, আব্দুর রাজ্জাক, শিক্ষক মনিরুদ্দিন খান, রাফিনা ইয়াসমিন, ডালিয়া, হাসিবুর রহমান, মামুন আলবিরুনি, আমিনুদ্দিন, সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।