সিরাতের আলোচনা সভা হলদিয়াতে

সংবাদদাতাঃ সিরাত সোস্যাল ওয়েলফেয়ার অ্যন্ড এডুকেশনাল ট্রাষ্ট এর উদ্যোগে মাওলানা মুফতি আজাহারুল ইসলাম আলোচনা সভা ও দোয়ার মজলিশ অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুর হলদিয়া পৌরসভার ডিঃঘাসীপুরে। সংগঠনের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান বলেন, সিরাত একটি শিক্ষা, সেবা এবং সংস্কৃতিমুলক সেচ্ছাসেবী অরাজনৈতিক সংস্থা। সিরাতের মুলত কাজ হল দেশ ও দশের কল্যানার্থে কাজ করা। গরীব, মেধাবী ছাত্রছাত্রীদের সহায়তা প্রদান করা, শিক্ষা সেমিনার ও গুনিজন সংবর্ধনা প্রদান, ছাত্রছাত্রীদের উতসাহ প্রদানে মোটিভিশনাল ক্লাস ইত্যাদি নানাবিধ কাজ সারা বছর ধরে চলে। কার্জকরী সভাপতি হেকিম আব্দুল আজিজ আনসারী ধর্মীয় আঙ্গিনায় সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে উপস্থিত শতাধিক মানুষকে সচেতনতা মুলক বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন জামিয়া ইসলামীয়া মাহমুদীয়া প্রধান শিক্ষক সেখ আলঙ্গির, হলদিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজীর অধ্যাপক সেখ ইব্রাহিম, মাওলানা শওকাত জামির, সমাজসেবী সেখ আনসার, হলদিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি কলেজের ছাত্রনেতা সেখ নাসিম প্রমুখ। সিরাতের হলদিয়া পৌরসভার আহবায়ক সেখ আজহার সাহাবের নেতৃত্বে ১১ জনের কমিটি গঠন হয়। যারা আগামীতে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কাজ করার ব্রতী নেয়।