হরিহরপাড়া বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

মুম্ফাজুল ইসলাম, হরিহরপাড়া : হরিহর পাড়া জনকল্যাণ সমিতি আয়োজিত সপ্তম বর্ষ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব হয়ে গেল ।এই বইমেলার শুভ সূচনা করেন প্রাক্তন অধ্যাপক অদিতি ধাওয়া ।সূচনা অনুষ্ঠানেউপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লক উন্নয়ন আধিকারিক পূর্ণেন্দু সান্যাল, জয়েন্ট বিডিও উদয়কুমার পালিত,পঞ্চায়েত সমিতির সভাপতি সারগিজা বিবি, তৃণমূল ব্লক সভাপতি রাজু বিশ্বাস, হরিহরপাড়া জাতীয় কংগ্রেস এর ব্লক সভাপতি মীর আলমগীর পলাশ ।এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী জাহাঙ্গীর বিশ্বাস মহাশয় প্রমুখ ।প্রতি বছরের মতো এবছরও মূল মঞ্চে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি, ক্যুইজ, অঙ্কন ও প্রতি সন্ধ্যায় বাউল গান ।বইমেলা চলে ১-৫ নভেম্বর পর্যন্ত । স্টলে স্টলে দেখা যায় বইপ্রেমী মানুষের ভিড়। এবারের বইমেলা উৎসর্গীকৃত হয় বীর পুরুষ স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে।মেলা মাঠে সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চলনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট সাংবাদিক মফিদুল ইসলাম।