|
---|
নিজস্ব প্রতিনিধি : কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে ৪২টি রাষ্ট্রায়ত্ব সংস্থাকে বিলগ্নীকরণ করার। এর মধ্যে বাংলার অনেকগুলি লাভজনক সংস্থা আছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতার মেয়ো রোডে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সমর্থকেরা ১৬ই আগস্ট থেকে অনশন আন্দোলন শুরু করেন।
আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলন মঞ্চে যান অনশনকারীদের সঙ্গে দেখা করতে। প্রসঙ্গত, ২০০৬ সালের ডিসেম্বর মাসে সিঙ্গুরে বলপূর্বক জমি আগ্রাসন ঠেকাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টানা ২৬ দিন অনশন করেন।