|
---|
খান আরশাদ, বীরভূম : বৃহঃস্পতিবার সাত সকালে বিস্ফোরণে উড়ে গেল এক তৃনমূল নেতার গোয়াল বাড়ি। ঘটনাটি ঘটেছে বীরভূমের সদাইপুর থানার রেঙ্গুনি গ্রামে। জানা গেছে রেঙ্গুনি গ্রামের তৃনমূলের প্রাক্তন বুথ সভাপতি সেখ বদরুদ্দোজার গোয়াল বাড়ীতে বৃহঃস্পতিবার সকালে প্রচণ্ড জোরে বিস্ফোরণের শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ওই তৃনমূল নেতার গোয়াল বাড়ীর অ্যাসবেস্টসের চালাটি সম্পুর্ণ উড়ে গেছে। বিস্ফোরণে তীব্রতা এতটাই ছিল যে অ্যাসবেস্টস উড়ে দূরে থাকা একটি গাছের ডালে গিয়ে আটকায়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বদরুদ্দোজার মেয়ে হায়াতুন্নেশা খাতুন সাহাপুরের পঞ্চায়েত প্রধান। ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। বিস্ফোরণ কিভাবে ঘটলো তা তদন্ত করছে পুলিশ।