|
---|
বীরভূম জেলার সদর শহর বলা সিউড়িকে এবার সেই সিউড়ি থেকেই এলো এক চাঞ্চল্যকর খবর। শনিবার সকাল 11 টার সময় সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালের সামনে একটি সাদা কাপড় দেখতে পান স্থানীয় মানুষজন একটি কুকুর সেই কাপড়ের সাথে খেলা করছিল।সিউড়ী হাসপাতাল সংলগ্ন ইরিগেশন কলোনীর গেটের সামনে ঘটে এই ঘটনা। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী কাপড় খানার কাছে যেতেই দেখে একটি শিশু সন্তানের ছিন্নভিন্ন দেহ।দেহটি নর্দমা থেকে একটি সাদা কাপড়ে বাঁধা অবস্থায় রাস্তার ওপর তুলে আনে একটি কুকুর । পরে সিউড়ী থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে উদ্ধার করে দেহটি । এ ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।অনেকেই দাবি করেছেন শিশু সন্তানটি কন্যা হওয়ার ফলে হয়তো তাকে ফেলে দেওয়া হয়েছে। সিউড়ির স্থানীয় ব্যবসায়ীরা এই নিষ্ঠুর মা বাবাকে খুঁজে বের করে কঠোর শাস্তির আবেদন করেছেন।