|
---|
শেখ আরেফুল নন্দকুমার: আজ দুপুর ১টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়কে দঃ নরঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন পেট্রল পাম্পের নিকট ভয়াভয় ভাবে বুলেট বাইকের সাথে এক ডাম্পারের সংঘর্ষ হয়৷ এই সংঘর্ষে আহত বাইক আরোহী ব্যক্তি গৌতম মান্না(৪২) গুরুতর ভাবে জখম হন। তাঁর বাড়ি খেজুরি থানা এলাকায় বলে জানা গিয়েছে৷
ঘটনায় স্থানীয়দের পক্ষ্যে ঘাতক ডাম্পারকে ধরা সম্ভব হয়নি। সাথে সাথে স্থানীয়রাই আহত ব্যক্তিকে উদ্ধার করেন। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চণ্ডীপুর থানার পুলিশ। জখম ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।