|
---|
মালবাজার: খিদের জ্বালা সহ্য করতে না পেরে লোকালয়ে এসে আস্ত একটি ছাগল কে গিলে খেলো অজগর সাপ। ঘটনাটি ঘটেছে মালবাজার এলাকার মেটেলি ব্লকে।
স্থানীয় এলাকার বাসিন্দারা একটা কাদাযুক্ত জমিতে অজগর সাপ থেকে দেখতে পান। তারা দেখেন সাপ টির পেট ফুলে ঢোল হয়ে আছে।
এরপর তারা খোঁজ নিয়ে জানতে পারেন অজগর সাপটি একটি ছাগলকে গিলে খেয়েছে। তাই তার পেট ফুলে ঢোল হয়ে আছে। নড়তে চড়তে পারছিলনা অজগরটি।
সঙ্গে সঙ্গে স্থানীয় এলাকার বাসিন্দারা সংশ্লিষ্ট বনদপ্তরকে খবর দেয়। বনদপ্তর এর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে অজগরটিকে উদ্ধার করে, এরপর তাকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।