আশা ভবন সেন্টারে পালন হল বিশ্ব অটিজম দিবস

হাওড়া: বিশ্ব অটিজম দিবস,যে ২১টি প্রতিবন্ধকতা আছে তার মধ্যে অটিজম এক ধরনের প্রতিবন্ধকতা, এই দিনটি উলুবেড়িয়ার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হোম আশা ভবন সেন্টারে প্রতি বছরের ন্যায় এই বছরও বিশেষ ভাবে পালন করা হয় এবং সচেতনতা শিবির।

    বিশ্ব অটিজম দিবস উপলক্ষ্যে এই সচেতনতা শিবিরে উলুবেড়িয়া আশা ভবন সেন্টারে হোমের শিশু মোনা সাউ নৃত্য এবং লাবণী ব্যানার্জি একটি আবৃত্তি পরিবেশন করে এবং আশা ভবন সেন্টারে দিশা প্রজেক্টের আফরিন খাতুন একটি আবৃত্তি পরিবেশন করেন।

    আজকের এই অটিজম দিবসের সচেতনতা শিবির নিয়ে মূল্যবান কথা বলেন সূদুর ফ্রান্স থেকে আগত স্পেশাল এডুকেটর সামান্থা ডেলগেল, স্ন্যাক কো-অর্ডিনেটর জনাব গোলাম মৌলা,বিশিষ্ট মানসিক রোগ বিশেষজ্ঞ কৃষ্ণা রায় মহাশয়া,আশা ভবন সেন্টারের হোম সুপার অরুনিমা জাশু,আশা ভবন সেন্টারের দিশা প্রকল্পের ফিজিওথেরাপিষ্ঠ খুশবু আহমেদ, শিক্ষক পার্থ ভট্টাচার্য ও শুভঙ্কর ভৌমিক সহ বিশিষ্টজনেরা। আজকের এই সচেতনতা শিবিরের যথেষ্ট ভূয়সী প্রশংসা করেন আশা ভবন সেন্টারের দিশা প্রকল্প এবং ডে কেয়ারের অভিভাবক-অভিভাবিকাগন।