সবুজের অভিযান” কর্মযজ্ঞে পাশে বেলুর মঠ রামকৃষ্ণ মিশন

সংবাদদাতা : ৪ আগষ্ট,বুধবার, বেলুর মঠ রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির এর ৬৩ তম প্রতিষ্ঠা দিবসকে স্মরণ করতে রামকৃষ্ণ মিশন ও শিক্ষণ মন্দির প্রাক্তনী এশোসিয়েসন যৌথভাবে আয়োজন করেছিল চারাগাছ বিতরণ কর্মসূচীর। বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপন ও সামাজিক বনসৃজনের যে কর্মসূচি নিয়েছে (যাকে নাম দেওয়া হয়েছে *সবুজের অভিযান* প্রকল্প) সেই কাজের আওতায় বেলুর মঠ রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির প্রাক্তনী এশোসিয়েসন এর কাছে আবেদন করা হয় চারা গাছের জন্য। হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সাথী সংগঠন *পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হাওড়া শাখা* ও *অনুভব* নামক সংগঠন এই কাজে অংশ নেয়।স মগ্র কাজটি পরিবেশ মঞ্চের শহর হাওড়া ইউনিটের কোঅর্ডিনেটর তথা মঞ্চের সহঃ সম্পাদক সম্রাট মণ্ডল মহাশয়ের তত্বাবধানে সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। বেলুর মঠ শিক্ষণ মন্দির এর সম্পাদক *স্বামী দিব্যানন্দ মহারাজ* সম্রাট মন্ডল মহাশয়ের হাতে প্রথম চারাগাছ তুলে দিয়ে কর্মসূচীর সূচনা করেন। পাশে ছিলেন মন্দিরের প্রিন্সিপাল *স্বামী দিব্যগুণানন্দ মহারাজ*। প্রাক্তনী এশোসিয়েসন এর পক্ষে ড. অজয় ঘোষ মহাশয় জানান মোট ১০০০ টি চারা গাছ বিতরণ হবে।