মসজিদে হারাম ও মসজিদে নববীর পুনরায় খুলে দিয়া হল

মসজিদে হারাম ও মসজিদে নববীর পুনরায় খুলে দিয়া হল

    নতুন গতি ওয়েব ডেস্ক:
    মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদ খুলে দেয়া হয়েছে। এমন সুসংবাদ দিয়েছেন আল হারামাইনিশ শারিফাইনের প্রধান তত্ত্বাবধায়ক শায়েখ আব্দুর রহমান আস সুদাইস। গতকাল মঙ্গলবার স্ন্যাপচ্যাটের সরকারি অফিসিয়াল একাউন্টে এক ভিডিওর মাধ্যমে তিনি এই সুসংবাদ দেন। এসময় মসজিদুল হারামের জৈষ্ঠ এই ইমাম বলেন, আল্লাহর হুকুম পালন করার জন্য মুসল্লিদের জন্য মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদ খুলে দেয়া হল।

    বিস্তারিত বিবৃতিতে শায়েখ সুদাইস বলেন, আমি আপনাদের সুসংবাদ দিচ্ছি- ইনশাআল্লাহ- অচিরেই উম্মাহর মাথার ওপর থেকে কালো মেঘের ঘনঘটার বিদায় হবে। আমরা আবার মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে তাওয়াফ ও সাঈ করা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওযায়ে আতহারে দাঁড়িয়ে দরূদ পড়ে সালাম নিবেদন করতে পারবো।

    শায়েখ সুদাইস আরও জানান, আল্লাহর হুকুমে আল হারামাইনিশ শারিফাইনে অচিরেই আগের সেই প্রাণবন্ত পরিবেশ ফিরে আসবে। এই লক্ষ্যে সৌদি সরকার একটি স্বচ্ছ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। একইসঙ্গে চলমান করোনায় সৃষ্ট উদ্ভুত পরিস্থিতি থেকে মুক্তি পেতে তাড়াহুড়া না করতেও মুসল্লিদের প্রতি আহবান জানিয়েছেন বিশ্ব নন্দিত এই ইসলামি স্কলার।