|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ইজরায়েলের বোমার আঘাতে ইতিমধ্যেই তছনছ হয়ে গেছে উত্তর গাজা। এবার হামাসকে নির্মূল করতে দক্ষিণ গাজায় অভিযান চালানোর ঘোষণা করেছে ইজরায়েল। শীঘ্রই এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের।
জানা গিয়েছে, বুধবার এই সম্বন্ধে লিফলেট ফেলা হয়েছে দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্ব দিকে বনি শুহাইলা, খুজা, আবাসান এবং আল কারা অঞ্চলে। তাতে লেখা, “সমস্ত জঙ্গি ডেরাগুলিকে নিশানা করা হবে। আইডিএফ আপনাদের রক্ষা করবে। আপনরা শীঘ্রই এলাকা খালি করুন।”
উল্লেখ্য, সেই শহরের আশপাশের এলাকায় রয়েছে একাধিক বড় শরণার্থী শিবির। ফলে হামলা শুরু হলে মৃতের সংখ্যা আরও দ্রুত বাড়তে থাকবে বলে আশঙ্কা কূটনৈতিক মহলের।