|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: গত দু’বছরে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১২। পাকিস্তানে খুন হচ্ছে একের পর এক নামকরা সন্ত্রাসবাদী এবং এরা প্রত্যেকেই ছিল ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টে। ২০২১ সাল থেকে এভাবেই পাকিস্তানের বুকে জঙ্গি হত্যার গোপন মিশন শুরু হয়েছে। এই গোপন হত্যা জাগাচ্ছে প্রশ্ন, হত্যার নেপথ্যে কার বা কাদের হাত রয়েছে?
যদিও বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ১৯৭৬-এর মিউনিখ অলিম্পিক হত্যাকাণ্ডের বদলা নিতে যে ‘অপারেশন র্যাথ অফ গড’ শুরু করেছিল ইজরায়েল, সেই কায়দায় চলছে অভিযান। প্রসঙ্গত, এই অভিযানে বিশ্বজুড়ে প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন ‘ব্ল্যাক সেপ্টেম্বর’-এর নেতাদের হত্যা করে ইজরায়েলের মোসাদ।