|
---|
২০২০ সালের হজের জন্য দেরি করে হজের প্রক্রিয়া শুরু করার জন্য মুসলিমদের কাছে আহ্বান সৌদি আরবের
নতুন গতি ওয়েব ডেস্ক:২০২০ সালের হজের জন্য দেরি করে হজের প্রক্রিয়া শুরু করার জন্য মুসলিমদের কাছে আহ্বান সৌদি আরবের ।
মন্ত্রী মোহাম্মদ সালেহ বেন্তেন বলেন, ধর্মপ্রাণ মুসলমানদের সেবা দিতে সৌদি আরব সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু করোনাভাইরাসের কারণে বর্তমান পরিস্থিতিতে আমরা তাদের সুস্থতা নিয়েও ভাবছি। তাই সব দেশের মুসলিম ভাইদের হজের ব্যাপারে আরও দেরি করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ে গত মাসের শুরুতে সৌদি আরব ওমরাহ স্থগিত করে দেয়। পবিত্র শহরগুলোতে সাধারণ মানুষের চলাচলও সীমিত করা হয়। আগেও কয়েকটি মহামারীর সময় সাবধানতা অবলম্বন করেছে দেশটি।
সারাবিশ্ব থেকে ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলমান এ বছর হজ পালন করার কথা রয়েছে।