|
---|
আজহার উদ্দিন : হুগলির খানাকুলের গ্রামীণ হাসপাতালে সৈয়দ মনিরুল হুদা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি তথা আরামবাগ হোটেল এন্ড রিসর্ট এর কর্ণধার সৈয়দ জিয়াজুর রহমান এর উদ্দোগে হুগলির খানাকুলের গ্রামীণ হাসপাতালে দশ টা বেড তুলে দেন হাসপাতাল কর্তৃপক্ষের হাতে।এদিন মহতী সেবামূলক কাজে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সদস্য মুন্সী নজিবুল করিম, কর্মাধ্যক্ষ আলী হোসেন, দীনেশ রানা,সোসাইটির কর্মকর্তা সহ সমাজের বিশিষ্টজন।উল্লেখ সৈয়দ মনিরুল হুদা ওয়েলফেয়ার সোসাইটি সারাবছর ধরে বিভিন্ন সেবামূলক কাজে সাহায্য সহযোগিতা করেন।করোনা লকডাউনের সময়েও মানুষের পাশে আর্থিক সাহায্য প্রদান করেন।সোসাইটির এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান।