|
---|
নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের উদ্যোগে ডিজিটাল রেশন কার্ড প্রদান, পরিবর্তন ও সংশোধন সংক্রান্ত বিশেষ কর্মসূচী গ্রহণ করা হল। এজন্য একটি বিজ্ঞাপনও দেওয়া হয়েছে।
রবিবার ও ছুটির দিন বাদে আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত রোজ সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচী চলবে। স্থানীয় বিডিও, পুরসভার অফিস ও বোরো অফিস থেকে এই কার্ড বিতরণ করা হবে।
যে সমস্ত যোগ্য ব্যক্তি এখনও খাদ্য সাথী প্রকল্পের আওতাভুক্ত হয়নি, তাদেরকে ডিজিটাল রেশন কার্ড প্রদানের আবেদন গ্রহণের জন্য বিশেষ শিবিরেরও আয়োজন করা হচ্ছে।