|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ৫৭ তে পা দিলেন কিং খান। প্রতি বছরের মতো এবছরও রাত ১২টা থেকে মন্নতের সামন ভিড় জমিয়েছেন শাহরুখের ভক্তরা। কেউ অপেক্ষা করছেন রাত থেকে, কেউ আবার এসেছেন সকালে, এক ঝলক দেখবেন তাঁদের প্রিয় তারকাকে। প্রতি বছর নিয়ম করে ভক্তদের সঙ্গে দেখা করে। বাড়ির ছাদে উঠে হাত নাড়েন ভক্তদের উদ্দেশে। তবে এবছর তেমন কিছু আর হচ্ছে না মন্নতে। কারণ শাহরুখই যে নেই। মন্নত ছেড়ে শাহরুখ এখন পরিবারের সঙ্গে আলিবাগে।
শাহরুখের জন্মদিনের বেশ কয়েকদিন আগেই জানা যায় এবছর বার্থে ডে সেলিব্রেট করছেন না বাদশা।এমনকী শোনা যায় অনুরাগীদের অনুরোধ করবেন যাতে এবার মন্নতের সামনে কেউ না আসেন। তবে ফ্যানেদের ভালোবাসা কি আর আটকে রাখা যায়? গতকাল রাত থেকেই তাঁরা ভিড় জমাতে থাকেন মন্নতের বাইরে। তবে এবার আর দেখা যাবে না শাহরুখকে।
সূত্রের খবর, শাহরুখ নিজেই চাননি এবছর তাঁর জন্মদিন পালন করা হোক। এবছর কারও সঙ্গে দেখা করতে চান না তাই সপরিবারে আলিবাগের ফার্ম হাউসে কাটাচ্ছেন শাহরুখ। যদিও শুক্রবারের আগে তাঁকে মুম্বই ফেরত আসতেই হবে, কারণ শুক্রবার করেই যে এনসিবি-র অফিসে হাজিরা দিতে হবে আরিয়ানকে।
তাঁর সুনাম নিয়ে কাটাছেঁড়া হয়েছে বিস্তর। কিন্তু পালটা জবাব ফিরিয়ে দেননি।তাই জন্মদিনেও সবার আড়ালেই রাখলেন নিজেকে। এদিকে সোমবার রাতেই দিওয়ালির জন্য ঝলমলিয়ে সেজে উঠেছে মন্নত। শাহরুখের বাড়ির বাইরে ভিড় সামাল দিতে সকাল থেকেই হিমশিম খাচ্ছে মুম্বই পুলিশ। সবার নজর ছিল মন্নতের খোলা ছাদের দিকে।কখন বাদশা একবার এসে সবার উদ্দেশে হাত নাড়বেন, কিংবা সালাম জানাবেন। কিন্তু এবার আর সেরকম কিছুই হচ্ছে না। এবার কিং খানকে বার্থ ডে উইশ না করেই ফিরে যেতে হবে তাঁর ফ্যানেদের।
তবে বাড়িতে না থেকেও ফ্যানেদের জন্য সমস্ত বন্দোবস্ত করে গিয়েছেন শাহরুখ।যাঁরাই আজ শাহরুখের বাড়ির সামনে এসেছেন তাঁদের সকলকে জল-বিস্কুট ও মিষ্টি দেওয়া হয় এসআরক-এর জন্মদিন উপলক্ষ্যে।৩০ তারিখ জেল থেকে ছাড়া পান শাহরুখের ছেলে আরিয়ান। মন মেজাজ কারোও ভালো নেই অবস্থায়।তাই শহর থেকে দূরেই এই জন্মদিনটা কাটানোর সিদ্ধান্ত নিলেন কিং খান।
গত ২ অক্টোবর গোয়াগামী প্রমোদতরী থেকে আটক করা হয় শাহরুখ পুত্র আরিয়ানকে। সারারাত জিজ্ঞাসাবাদের পর ৩ অক্টোবর দুপুরে আরিয়ানকে NCB-র জোনাল ডিরেক্টর সমীর ওয়ানখেরের নেতৃত্বে গ্রেফতার করা হয়েছিল। ২৭ দিন জেলে থাকার পর বাড়ি ফিরেছেন আরিয়ান। এখন আরিয়ানকে নিয়ে ব্যস্ত শাহরুখ-গৌরী।