|
---|
মহঃ মফিজুর রহমান, নতুন গতি : কলকাতা হাইকোর্টে চলা এসএসসি সহ ১০টি গুরুত্বপূর্ণ মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্র সামন্তের ডিভিশন বেঞ্চ।
আদালত সূত্রের খবর, সোমবার অর্থাৎ আজ এসএসসি-র একটি মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্র সামন্তের ডিভিশন বেঞ্চে। কিন্তু শুনানির শুরুতেই বিচারপতি ট্যান্ডন জানিয়ে দেন, তিনি আর এসএসসি মামলা শুনবেন না।
জানা গিয়েছে, সম্পূর্ণ ব্যাক্তিগত কারণ দেখিয়ে এসএসসি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ সংক্রান্ত মামলা-সহ মোট ১০ টি মামলা থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ।