|
---|
মহঃ নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, মালদা: হরিশ্চন্দ্রপুর, ২৭ জুলাইঃ বাইক চুরি হয়ে যাওয়ার সাতদিন কেটে গেলেও এখনও পর্যন্ত খোঁজ মেলেনি বাইক চোরের ।গত রবিবার হরিশ্চন্দ্রপুর -১ নং ব্লকের সামসী নিয়ন্ত্রিত বাজার তুলসীহাটা মার্কেট থেকে লাল রঙের হিরো প্যাশন এক্স প্রো ডব্লিউ বি 66 ডব্লিউ 1278 নম্বরের বাইক চুরি হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তুলসীহাটা এলাকায় চাঞ্চল্য ছড়ায় ।
হরিশ্চন্দ্রপুরের পিপলা গ্রামের বাসিন্দা গৌর দাস জানান, “ গত রবিবার ১৪ জুলাই তুলসীহাটা মার্কেটে পিএইচই-র কাছে বাইকটি রেখে বাজার করছিলেন, সেসময় সুযোগ বুঝে লক ভেঙে বাইক নিয়ে চম্পট দেয় চোর।অর্ধেক ঘন্টার মধ্যেই তার বাইকটি হাওয়া হয়ে যাবে তা তিনি কল্পনাতেও ভাবতে পারছেন না ।”সেদিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে বাইকটি খোঁজাখুঁজির চেষ্টা করলেও কোনো সন্ধান পাইনি ।
মার্কেটের পাশে রাস্তার ধারে এক আয়ুর্বেদীক ডাক্তারবাবুর চেম্বারে লাগানো সিসিটিভি ফুটেজে বাইক চোরটি ধরা পড়েছে।কানে লিড লাগিয়ে বাইক চালিয়ে রাস্তা পার হচ্ছে।গৌরবাবু সিসিটিভি ফুটেজ সহ হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তদন্ত চালাচ্ছে ।