সোমবার সকালে জোরালো ভূমিকম্প অনুভূত নিউজিল্যান্ডে

নিজস্ব সংবাদদাতা :আবার জোরালো ভূমিকম্প অনুভূত নিউজিল্যান্ডে। সোমবার সকালে ভূমিকম্পে অনুভূত হয় নিউজিল্যান্ডে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২। বিগত একমাসের মধ্যে দুই বার রিখটার স্কেলে ৭ প্লাস ভূমিকম্প হওয়ার কারণে চিন্তা বাড়িয়েছে বিশেষজ্ঞদের।

    প্রসঙ্গত এই বিষয় জানা গেছে ভারতীয় সময় ভোর ৬টা ১১ মিনিট নাগাদ হঠাৎ ভূমিকম্প অনুভূত হয় নিউজিল্যান্ডের কের্মাডেক দ্বীপে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে টুইট করে জানানো হয় কম্পনের উৎসস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। তবে হতাহতের বা ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। এই ভূমিকম্পের পর আমেরিকার সুনামি সতর্কতা দপ্তর রীতিমতো সুনামির সতর্কতা জারি করেছে নিউজিল্যান্ডে। আমেরিকার সুনামি সতর্কতা দপ্তর থেকে গোটা বিষয় সম্পর্কে জানানো হয়, ভূমিকম্পের উৎসস্থল দ্বীপের ১০ কিলোমিটার গভীরে হওয়ার কারণে সমুদ্রে তার প্রভাব পড়তে পারে। সেই কারণে একেবারে সুনামির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্থানীয় এলাকার মানুষদের এই বিষয়ে সতর্ক করা হয়েছে।