কেওড়াখালি নকুল সহদেব উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা: কুলতলীর জালাবেরিয়া কেওড়াখানী নকুল সহদেব উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব  উদযাপন হল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তি উন্মোচিত হয়। আর যার মাধ্যম দিয়ে স্কুলটির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, মূলত স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী,শিক্ষক-শিক্ষিকা সহ যাদের অক্লান্ত পরিশ্রমে তিলে তিলে গড়ে ওঠা পিছিয়ে পড়া  গাঙ্গেয় সুন্দরবন এলাকার  শিক্ষা প্রতিষ্ঠান টি ,বিশেষ করে তাদের কে বিশেষ  সম্মানে ভূষিত করার জন্য।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  কুলতলী বিধানসভার সম্মানীয় বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল,আবুবকর সরদার ,রূপা সরদার,মিলন পুরকাইত,হাকিম সরদার,ইয়ামিন মিস্ত্রি  স্কুলের প্রধান শিক্ষক দিব্যেন্দু বক্সী,পরিচালনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন লস্কর, স্কুলের  ভূমিদাতারা  সহ একাধিক ব্যক্তি বর্গ। আগামী দিনে এই স্কুল থেকে কৃতি ছাত্র ছাত্রীরা এই এলাকার  জনহিতে কাজ করবেন এমনি  আশাবাদী স্কুলের প্রধান শিক্ষক সহ শিক্ষক-শিক্ষিকাগণ। সমাজ গড়ার কারিগর শিক্ষকরা আর সেই শিক্ষকদেরকে সংবর্ধনা জ্ঞাপন করায় বেজায় খুশি। বিধায়ক বলেন স্কুলের সমস্ত ধরনের পরিকাঠামোর উন্নতি সাধনে তিনি সহযোগিতা করবেন । বিধায়কের এমনি আশ্বাসে আশায় বুক বেঁধেছেন স্কুল পরিচালন সমিতির সদস্যরা।