|
---|
বাইজিদ মন্ডল,ডায়মন্ড হারবার:- গত নভেম্বর মাসে বাইক চুরির ঘটনায় ডায়মন্ড হারবার পুলিশ জেলায় একাধিক অভিযোক দায়ের হয়েছিল। এর পর তদন্তে নামে ডায়মন্ড হারবার জেলার পুলিশ। এসডিপিও মীতুণ কুমার দে এর নেতৃত্বে, গোপন সূত্র খবর মারফত প্রায় ১৫ দিন ধরে অভিযান চালিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার মধ্যে উস্থি, মোগরাহাট, ফলতা, ডায়মন্ড হারবার সহ প্রায় ৮টি থানা এলাকা থেকে ৪৭ টি চোরাই মোটর বাইক সহ ১৭জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার অভিজিৎ ব্যানার্জী, এসডিপিও মিতুন কুমার দে, জোনাল এসপি সন্দীপ সেন, আই সি গৌতম মিত্র সহ আরো অনেকে। ধৃতদের সকলকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।