|
---|
শিলিগুড়ি: আগামী ১২ ই ফেব্রুয়ারি শিলিগুড়ি পুরনির্বাচন। শুক্রবার শিলিগুড়িতে নির্বাচনী প্রচারে আসেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি শিলিগুড়ির পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী শিপ্রা মন্ডলের হয়ে ভোট প্রচার করেন। পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, শিলিগুড়িতে বোর্ড গঠন করবে ভারতীয় জনতা পার্টিই।
প্রসঙ্গত, ২০১৯ এর লোকসভা এবং ২০২১ এর বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি দখলে ছিল ভারতীয় জনতা পার্টির। সুতরাং ২০২২ এর পুর নির্বাচন নিয়েও আশায় বুক বেঁধেছে পদ্ম শিবির। আগামী ১৫ ফেব্রুয়ারি শিলিগুড়িতে ভোট ময়দানে শেষ হাসি কে হাসে তা দেখার অপেক্ষায় শিলিগুড়ি শহরবাসী।