|
---|
নবাব মল্লিক, রায়দিঘী: এই প্রথম সুন্দরবনকে জানার জন্য শুরু হল নতুন কোর্স। কোর্সটির পোশাকি নাম ” Academy of Environment & Sundarbanology” । কোর্সটির প্রথম শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন ৬০ জন ছাত্র-ছাত্রী। কোর্স শেষে মিলবে সার্টিফিকেট ও । শতমুখী পরিবেশ কল্যাণ নামক একটগ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই কোর্স অভিনব এই কোর্স শুরু হয়েছে রায়দিঘীর কাশীনগরে। সুন্দরবন চর্চা নিয়ে গোটা একটা কোর্স শুরু হওয়ায় খুশী সুন্দরবনবাসী।
সুন্দরবন নিয়ে গবেষণা, নদীবাধ রক্ষা, প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা, বণ্য জীবজন্তু নিয়ে গবেষণা সহ একাধিক বিষয় এই কোর্সের মাধ্যমে পড়ানো হবে। এই কোর্স আগামী দিনে সুন্দরবন বাচাতে অর্থবহ ভূমিকা নিতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় পরিবেশ কর্মী শুভ্রদ্বীপ বৈদ্য।