|
---|
মালদা ৫ আগস্ট। রবিবার গভীর রাতে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক গৃহবধুর । রাতে ঘুমন্ত অবস্থায় ঘাতক লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনায় পর পর ৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ওই বধুর সঙ্গে মৃত্যু হয়েছে কয়েকটি গবাদি পশুরও। এই ঘটনায় চাঞ্চল্য গাজোল থানা এলাকায়। রাত দেড়টা নাগাদ দুর্ঘটাটি ঘটে। দুর্ঘটাস্থল গাজোল থানার আলমপুর গ্রাম পঞ্চায়েতের পান্ডুয়া হাই রোড পাড়া এলাকা। মৃত গৃহবধুর নাম আমিনা বিবি(৫৫)। ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশেই তাঁদের বাড়ি। জানা গেছে, রাতে প্রচুন্ড গরমে আচমকা ঘুম ভেঙে যায় আমিনা বিবির। তিনি বাড়ির সামনের গেটে এসে বসেন। কিছুক্ষণ পর দেখেন একটি ১২ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক ছেড়ে তাঁদের বাড়ির দিকে ধেয়ে আসছে। তিনি পালাতে যাওয়ার আগেই লরির চাকায় পিষ্ট হন। তাঁদের বাড়ির কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর ঘাতক লরিটি সামরুন বেওয়ার বাড়ির একাংশে ধাক্কা মারে। শেষে গিয়ে এজাবুলের বাড়ির দেয়াল ফুঁড়ে ঘরের অংশে ঢুকে পড়ে। পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন এজাবুল ও তার পরিবার। অল্পের জন্য তাঁরা রক্ষা পান। মৃত আমিনা বিবির ছেলে সাহেব শেখ জানান, ‘আমরা ঘরে তখন ঘুমাচ্ছিলাম। বিকট শ্ব শুনে ভূমিকম্প ভেবে আমরা ঘরের বাইরে বেরিয়ে আসি। ততক্ষণে মায়ের মৃত্যু হয়েছে। কিছু বোঝার আগেই লরির চালক ও খালাসি পালায় সেখান থেকে।’