|
---|
নিজস্ব প্রতিবেদক:- শুনতে আশ্চর্য লাগলেও একেবারে সত্যি ঘটনা, ইউক্রেনে ভারতীয় ছাত্র রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য প্যারামিলিটারি তে নাম লিখিয়েছে। ওই ছাত্রের নাম রবীচন্দ্রন। সে তামিলনাড়ু কোয়েম্বাটুর এর বাসিন্দা।প্রসঙ্গত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ লাগার পর কিছুতেই তার বাড়ির লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। এরপর তার পরিবারের লোকজন ভারতীয় দূতাবাসের সাহায্য নেয়। ভারতীয় দূতাবাসের সাহায্যে নিজেদের বাড়ির ছেলের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু রবীচন্দ্রন সাফ জানিয়ে দেয় সে কিছুতেই বাড়ি ফিরবে না। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্যারামিলিটারি তে নাম লিখিয়েছে। প্রসঙ্গত সে ভারতে সেনাবাহিনী তে যোগদানের জন্য পরীক্ষা দিয়েছিল, কিন্তু পরীক্ষায় পাশ করতে পারেনি। এরপর 2018 সালে ইউক্রেনের খারকিভ এর একটি ইউনিভার্সিটি তে ভর্তি হয় । 2022 সালে তার পড়াশোনা শেষ হবার কথা। সে নিজের পরিবারকে পরিষ্কার জানিয়ে দিয়েছে কিছুতেই দেশে ফিরবে না।