জ্ঞানবাপীতে সমীক্ষা: সন্ধান পাওয়া ঐতিহাসিক বস্তু জমা দিতে হবে জেলাশাসককে

দেবজিৎ মুখার্জি: গত মাসে এএসআই সমীক্ষা শুরু করেছিল জ্ঞানবাপীতে। এবার বারাণসীর এক আদালত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে নির্দেশ দিল, সমীক্ষা চালানোর সময় হিন্দুত্বের সঙ্গে সম্পৃক্ত যে সমস্ত ঐতিহাসিক ভাবে তাৎপর্যপূর্ণ বস্তুর সন্ধান মিলেছে তা জমা দিতে হবে জেলাশাসকের হাতে। এরই পাশাপাশি জেলাশাসককে আদালতের নির্দেশ, সেগুলি তাঁর কিংবা তাঁর নিযুক্ত কোনও ব্যক্তির কাছে নিরাপদে জমা রাখতে হবে।