করোনায় সংক্রামিত রাজ্য সরকারের জনস্বাস্থ্য বিভাগের উত্তরবঙ্গের অফিসার অন স্পেশাল ডিউটি সুশান্ত রায়

উত্তরবঙ্গ: রাজ্যে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেও। সাধারন মানুষের পাশাপাশি সংক্রমণ ছড়িয়েছে স্বাস্থ্য দফতরের অন্দরে। আক্রান্ত হচ্ছেন একের পর এক ডাক্তার, স্বাস্থ্যকর্মী। এবার করোনায় সংক্রামিত হলেন রাজ্য সরকারের জনস্বাস্থ্য বিভাগের উত্তরবঙ্গের অফিসার অন স্পেশাল ডিউটি সুশান্ত রায়৷ পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ইন্দ্রজিৎ সাহা, চিকিৎসক কল্যাণ খাঁ ও সুপার সঞ্জয় মল্লিকের কার্যালয়ের পাঁচ কর্মী৷ একের পর এক স্বাস্থ্যকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে স্বাস্থ্য বিভাগে।

    জানা গেছে, বেশ কিছুদিন ধরেই জ্বর ও সর্দিকাশিতে ভুগছিলেন রাজ্য সরকারের জনস্বাস্থ্য বিভাগের উত্তরবঙ্গের অফিসার অন স্পেশাল ডিউটি সুশান্ত রায়৷ গতকালই তাঁর লালারসের নমুনা পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভাইরাল রিসার্চ এন্ড ডায়গনস্টিক ল্যাবরেটরিতে। এদিনই তাঁর করোনার পরীক্ষার  রিপোর্ট পজিটিভ আসে। সুশান্ত রায়ের উচ্চ রক্তচাপ, সুগার সহ কো-মর্বিডিটি বা আনুসাঙ্গিক রোগ থাকায় তাকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। এদিকে, সব মিলিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই চিকিৎসা পরিষেবার সঙ্গে জড়িত ৬৭ জনের বেশি চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত হয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা। চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য পরিষেবা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।