|
---|
উত্তরপ্রদেশ: শেষমেশ সব জল্পনার অবসান। সমাজবাদী পার্টিতে যোগ দিলেন BJP র প্রাক্তন মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য। তাঁর সঙ্গে দলে যোগ দেন আরও ছ’জন নেতা। গত মঙ্গলবার মন্ত্রিত্ব ছেড়েছিলেন প্রবীণ রাজনীতিক। তিনি জানিয়েছিলেন, যোগী সরকার দলিত, অনগ্রসর, কৃষক কিংবা বেকারের জন্য কিছুই করেনি। আর তাই তিনি মন্ত্রিত্ব ছাড়ছেন। ওইদিনই অখিলেশ যাদব তাঁর সঙ্গে ছবি টুইট করে মৌর্যকে সপায় স্বাগত জানান। পরদিনই স্বামী জানান, তিনি BJP কে বাতিল করেছেন। কিন্তু, সপায় যোগের কথা উড়িয়ে দেন তিনি। এরপরেই বিষয়টি নিয়ে জল্পনা তৈরি হয়। অবশেষে এদিন একটি সমাজবাদী পার্টির ভার্চুয়াল সভায় উপস্থিত হয়ে অখিলেশের দলে যোগ দেন মৌর্য। সপা প্রধানের হাত ধরেই স্বামী প্রসাদ মৌর্যের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হয়। এদিন মৌর্য বলেন, ‘আমরা দল ছাড়ায় ধস নেমেছে BJP শিবিরে। আসন্ন নির্বাচনে লখনউতে যে সুনামি আসবে, তাতে BJP টুকরো টুকরো হয়ে উড়ে যাবে!’ এদিন অখিলেশ হাসিমুখে বলেন, ‘ভোটেরই তো অপেক্ষা ছিল। এবার ভোট হবে!’
দলিত সম্প্রদায়ের নেতা SP Maurya দল ছাড়ায় যোগী শিবিরে কার্যত ধস নেমেছে। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার রাতে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক করে BJP। এমনটাই সূত্রের খবর। ওই বৈঠকে নেতৃত্ব দেন অমিত শাহ। ১২ ঘণ্টা টানা বৈঠকের পর অযোধ্যা থেকে যোগী আদিত্যনাথকে দাঁড় করানোর সিদ্ধান্ত নেয় পদ্ম শিবির। রামজন্মভূমি থেকে BJP কড়া টক্কর দেওয়ার চেষ্টা করছে অখিলেশকে। তবে এই মুহূর্তে সপা যে ভালো জায়গায় রয়েছে তা বলাবাহুল্য।
রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, স্বামী প্রসাদ মৌর্যের মাপের নেতা দলে যোগ দেওয়ায় সপার পাল্লা ভারী হয়েছে। কারণ, তাঁর BJP ছাড়ার তিন দিনের মধ্যে একই যুক্তি দেখিয়ে আট জন নেতা যোগী শিবির ছেড়েছেন। ইস্তফা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বান্দার তিন্দওয়ারি বিধানসভার বিধায়ক বৃজেশ কুমার প্রজাপতি এবং বিলাহুরের বিধায়ক ভাগবতী সাগর পদ্ম শিবিরের সদস্যপদ ছাড়েন। এরপর বিধুনার বিধায়ক বিনয় শাক্যও দলত্যাগ করেন। ‘তিনি প্রকাশ্যেই বলেন, স্বামী প্রসাদ মৌর্যের সঙ্গে সমাজবাদী পার্টিতে যোগ দিতে চাই।’ তিলহার শাহজানপুরের বিধায়ক রোশন লাল ভার্মাও একাধিক নেতাদের নিয়ে দলত্যাগ করেন। তিনি বলেন, ‘পাঁচ বছর ধরে BJP -তে আছি। এখন দমবন্ধ লাগছে।’ বৃহস্পতিবার মন্ত্রী দারা সিং চৌহানও দল ছাড়ার কথা ঘোষণা করেন। তিনি বলেন, ‘এবার থেকে ভোট অবধি প্রতিদিনই এক বা একাধিক নেতা-মন্ত্রী যোগী সরকারকে ত্যাগ করবেন।আটকে দেখান!’ মন্ত্রিত্ব থেকে ইস্তফাও দেন দারা সিং চৌহান। তিনিও সপায় যোগ দিতে পারেন বলে সূত্রের খবর।